গেল কোপা আমেরিকার ফাইনালের দিনের চোটের পর থেকে আর মাঠে দেখা যায়নি ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। এরপর একাধিক আন্তর্জাতিক ম্যাচ ও ক্লাবের খেলা মাঠে গড়ালেও তিনি যেন কোনমতেই ফিরতে পারছিলেন না।
তবে শীঘ্রই ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরছেন আটবারের ব্যালন ডি`অর জয়ী এই ফুটবলার। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ দিয়েই মেসি ফিরতে পারেন বলে জানিয়েছেন কোচ জেরার্দো মার্টিনো।
মায়ামি কোচ জেরার্দো মার্টিনো বলেন, ‘সে (মেসি) এখন ভালো আছে, আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে।’
মেসিকে শুরুর একাদশে খেলার ইঙ্গিত দিয়ে মায়ামি কোচ আরও বলেন, ‘সে (মেসি) শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে এমনকি শুরুর একাদশেও নামতে পারে।’
রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।
আপনার মতামত লিখুন :