ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

অ্যান্টিগায় লুইস ঝড়, ক্যারিবীয়দের কাছে ইংল্যান্ডের হার

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০১:০৩ পিএম

অ্যান্টিগায় লুইস ঝড়, ক্যারিবীয়দের কাছে ইংল্যান্ডের হার

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই এভিন লুইসের তাণ্ডবে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২০৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৩৫ ওভারে ১৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৫.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

বল হাতে শুরুতেই ইংলিশ বোলারদের ওপর চেপে বসেছিলো ক্যারিবীয়রা। গুদাকেশ মোতির ঘূর্ণি আর ম্যাথ্যু ফোর্ড, জাইডেন সিলস এবং অ্যালজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ৪৫.১ ওভারেই ২০৯ রানে অলআউট ইংল্যান্ড।

সহজ লক্ষ্য তাড়া করতে নামার আগেই বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের জন্য ওভার কমিয়ে আনা হলো ১৫টি। ৩৫ ওভারে ক্যারিবীয়দের জন্য লক্ষ্য নির্ধারণ করা হলে ১৫৭। ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিংকে সাথে নিয়ে রীতিমত ঝড় তুললেন এভিন লুইস।

টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৯.১ ওভারেই গড়ে ফেলে ১১৮ রানের বিশাল জুটি। ৫৬ বল খেলে ৩০ রান করে এ সময় আউট হন ব্রেন্ডন কিং। ৬৯ বলে ৯৪ রান করে ১৪৪ রানের মাথায় আউট হয়ে যান এভিন লুইস। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি আর ৮টি ছক্কায়।

শেষ মুহূর্তে ২০ বলে অপরাজিত ১৯ রান করে কেচি কার্টি এবং ১০ বলে অপরাজিত ৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাই হোপ। তখনও বল বাকি ছিল ৫৫টি।

এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর ইংলিশ ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে। সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। ৩৭ রান করেন স্যাম কারান। ২৭ রান আসে জ্যাকব বেথেলের ব্যাট থেকে।

৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গুদাকেশ মোতি। ম্যাথিউ ফোর্ড, জাইডেন সিলস, অ্যালজারি জোসেফ ২টি করে উইকেট নেন।

আরবি/এফআই

Link copied!