চলতি বিপিএলের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছিল না ঢাকা ক্যাপিটালসের। এবারের আসরের শুরু থেকে টানা ৬টি ম্যাচে হার। আগের ম্যাচে ১৯৪ রান করেও হারের স্বাদ নিতে হয়েছিলো ঢাকা ক্যাপিটালসকে। জয়ের পথে কিভাবে এগোনো যায়, এ নিয়ে চিন্তিত ছিল ঢাকা টিম ম্যানেজমেন্ট।
এর দলের অন্যতম তারকা খেলোয়াড় লিটন দাস পেলেন জাতীয় দল থেকে দুঃসংবাদ। বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে। সবমিলিয়ে দলের ব্যর্থতা এবং নিজের পারফরম্যান্স, দুটিই লিটনকে আরো অনুপ্রাণিত করেছে। এমন পরিস্থিতিতে মাঠে নামলেন, খেললেন ক্যারিয়ার সেরা এক ইনিংস। একাই যেন তুলোধুনো করলেন রাজশাহীর বোলারদের। তবে লিটন একা বলা টা ভুল হবে। এদিন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুর মেলান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া তানজিদ তামিমও। আর এই দুইজনের উপর ভর করে রেকর্ড স্কোর গড়ে ঢাকা।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লিটন ও তানজিদ তামিম মিলে একে একে একাধিক রেকর্ড গড়েন। রাজশাহীর বোলারদের অসীম চাপের মধ্যে ফেলেন তারা। প্রায় পুরো ইনিংসের জন্য তাদের ব্যাটিংয়ের দাপট ছিল। এছাড়া পুরো ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। তবে তার আগে সেঞ্চুরি করেন তিনি। একইভাবে সেঞ্চুরি করেন লিটন দাসও। তাদের দ্বৈত সেঞ্চুরির ফলে ওপেনিং জুটিতে ২৪১ রান জমা হয়।
বিপিএলের ইতিহাসে এটি শুধুমাত্র ওপেনিং জুটির জন্য নয়, যেকোনো উইকেটের জন্য সর্বোচ্চ রান জুটির রেকর্ড। ফলে ঢাকা ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ২৫৪ রান। এটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড।
আপনার মতামত লিখুন :