ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঝড়ের কারণে লিভারপুল-এভারটন ডার্বি স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৬:৩৭ পিএম

ঝড়ের কারণে লিভারপুল-এভারটন ডার্বি স্থগিত

ছবি, সংগৃহীত

হাইভোল্টেজ মার্সিসাইড ডার্বিতে সন্ধ্যায় মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। বাংলাদেশ সময় সাড়ে ৬টায় এভারটনের মাঠ গুডিসন পার্কে এই ম্যাচ শুরুর কথা থাকলেও ঝড়ের কারণে তা স্থগিত করা হয়েছে।

লিভারপুল ও এভারটন দুই ক্লাবই ম্যাচ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এভারটন জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে মার্সিসাইড ডার্বির ম্যাচটি স্থগিত করা হয়েছে।

লিভারপুল জানায়, আমরা নিশ্চিত করতে পারি যে আজ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ডারা ঝড়ের প্রভাবে মার্সিসাইড এবং তার আশপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটারের পৌঁছুতে পারে। এই কারণে ওয়েলস এবং ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লাখো মানুষকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।

এভারটন-লিভারপুল দ্বৈরথ ছাড়াও চ্যাম্পিয়নশিপে কার্ডিফ-ওয়াটফোর্ড এবং প্লেমাউথ-অক্সফোর্ডের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্থগিত করা হয়েছে লিগ ওয়ানে ব্রিস্টল রোভার্স এবং বোল্টন ওয়ান্ডারার্সের ম্যাচও।

আরবি/এস

Link copied!