নারী ফুটবলারদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে, লিখিতভাবে সমস্যাগুলো আমাদের কাছে আসলে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলো আমরা লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা নিব।
উপদেষ্টা আরও বলেন, নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে গিফট করেছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে ব্রেকফাস্ট করেছি।
আপনার মতামত লিখুন :