ঢাকা: লিওনেল মেসির (৩৭) খেলা দেখলে মনে হবে না এই বয়সের তিনি। টগবগে তরুণের মতোই খেলে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। তরুণরাও হয়তো মেসির সমকক্ষ হয়ে উঠতে পারেনি এখনো। বার্সেলোনা, পিএসজির জার্সিতে মাঠ কাঁপানোর পর এখন ইন্টার মিয়ামির দর্শকদের উজ্জীবিত রাখার দায়িত্ব নিয়েছেন মেসি।
শুধু নিজের দলীয় সমর্থকদের বললে ভুল হবে। মেসি তো উজ্জীবিত করে রাখেন প্রতিপক্ষ দলের সমর্থকদেরও। জাদুকরের মতোই নিন্দুককেও খেলা দেখিয়ে বশে আনতে পারেন মেসি।
বয়স এত বেশি হওয়ার পরও কীভাবে মাঠের খেলায় দর্শকদের ঘোরে নিয়ে যান মেসি? আর্জেন্টাইন সুপারস্টারের পায়ের জাদুতে গ্যালারিতে বসা জলজ্যান্ত মানুষ আরও কতদিন ঘোরে থাকবে? বয়স কি মেসিকে নইয়ে ফেলতে পারবে না? নাকি বয়সের ছাপ মেসির ত্বক এখনো অনুভব করতে পারেনি।
বয়স বাড়লেও মেসি করছেন নিজের আসল কাজটা। মেসির প্রিয় খেলা আর দর্শকদের বিনোদিত করার যে দায়িত্ব নিয়েছেন, সেটিই হয়তো তাকে বুদ্ধি ও শক্তি দান আর কৌশল বাতলে দিয়ে সহায়তা করেছে।
হাজার হাজার সমর্থক যখন মেসির বয়স নিয়ে উদ্বিগ্ন, তখন তিনিও এই চিন্তা মুক্ত থাকতে পারবেন, তা হতে পারে না। বয়স ঢেকে রেখে কীভাবে পারফর্ম করতে হবে, সেটাই মেসি ভাবছেন সার্বক্ষণিক।
সম্প্রতি ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেখানে তিনি জানিয়েছেন, বয়স ঢাকতে নিজের খেলার ধরণ বদলে ফেলেছেন তিনি।
মেসি বলেন, মুহূর্ত, পরিস্থিতি এবং আমার বয়সের কারণে আমি আমার খেলার ধরন পরিবর্তন করেছি। আমি সবকিছুর সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নিচ্ছি। নিজেকে নতুন করে তৈরি করতে শুরু করেছি এবং লিগের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছি। যা আমার জন্য নতুন ছিল। আমি শুরু থেকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম।
আপনার মতামত লিখুন :