ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:৪৭ পিএম

২৮ মিনিটেই ভারতের জালে বাংলাদেশের ২ গোল

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। গত দু’দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও আজ বুধবার (২৩ অক্টোবর) ভারতের বিপক্ষে দুর্দান্ত রূপে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে বাংলাদেশের মেয়েরা দুই গোলের লিড নিয়েছে।

১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ভারতের এক ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। তিনি বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। তার সঙ্গে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে ওঠে। সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল বাংলাদেশের। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আরবি/ এইচএম

Link copied!