টানা এক বছর ধরে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান মহাতারকরা নেইমার জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে গত বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন সেলেসাও সুপারস্টার। এরপর আর তাকে মাঠে দেখেনি ফুটবল ভক্তরা।
তবে এবার ৩৬৯ দিন পর ঘুচলো সেই অপেক্ষা। নেইমার মাঠে নামবেন, তবে কখন সেই মাহেন্দ্রক্ষণটি আসবে, সে অপেক্ষায় থাকলো আরব আমিরাতের শহর আল আইনের হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।
অবশেষে মাঠে নামতে পারলেন ব্রাজিল তারকা। গতকাল সৌদি ক্লাব আল হিলালের জার্সি গায়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামলেন তিনি। নাসের আল দাওসারির পরিবর্তে মাঠে নামেন এই সুপার স্টার।
নেইমারের ফেরার ম্যাচটাও ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। ৯ গোলের এই ম্যাচটি ছিল টান টান উত্তেজনায়পূর্ণ। ৯ গোলের ম্যাচে নেইমারের ক্লাব আল হিলাল ৫-৪ গোলে হারায় আল আইনকে।
নেইমার কোনো গোল করতে পারেননি। তবে এই ম্যাচে হয়েছে দুটি হ্যাটট্রিক। আল হিলালের সালেম আল দাওসারি এবং আল আইনের সোফিয়ানে রাহিমি।
আপনার মতামত লিখুন :