ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
রাওয়ালপিন্ডি সিরিজ

দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাধা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১১:৫৪ এএম

দ্বিতীয় টেস্টে বৃষ্টির বাধা

ছবি: সংগৃহীত

ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে শুরু হয়নি। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় টস-ই করতে পারেননি দুই দলের অধিনায়ক। বৃষ্টি বাগড়া দেওয়া খেলা শুরু করার জন্য অপেক্ষায় থাকেন আম্পায়াররা। ধাপে ধাপে মাঠ পরিদর্শন করা হয়।

এই টেস্টে বৃষ্টি যে বাধা হতে পারে, সেটি আগেই আবহাওয়া পূর্বাভাসে ছিল। ম্যাচের আগে দুই দিন বৃষ্টির কারণে টাইগারদের অনুশীলন বাতিল হয়েছে। ম্যাচেও অনুমিত ভাবে বৃষ্টির বাধা হয়ে দাঁড়ায়। এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হলেও সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্তরা

আরবি/জেআই

Link copied!