ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

বৃষ্টিবিঘ্নিত ‘আড়াই’ দিনের টেস্টেও ধবলধোলাই বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০২:৩৪ পিএম

বৃষ্টিবিঘ্নিত ‘আড়াই’ দিনের টেস্টেও ধবলধোলাই বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ম্যাচের চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছিল গতকালই। অপেক্ষা ছিল ফলাফলের। শেষ দিনে এসে সেটাও হলো আগেভাগেই। কানপুরের স্টেডিয়ামের সাপেক্ষে রেকর্ড রানতাড়া করে জিততে হতো ভারতকে। তবে সেই রেকর্ডটাও খুব একটা আহামরি কিছু ছিল না ভারতের জন্য।

এই মাঠে এর আগে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ৮৩। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট ৯৫ রানের। হাতে দুই সেশনের খেলা বাকি। রান তাড়ায় শুরুতে দুই উইকেট হারালেও খুব একটা ভাবনায় পড়তে হয়নি তাদের। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আর অপরপ্রান্তে অভিজ্ঞ বিরাট কোহলি ঠিকই ভারতকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টে খেলা হলো সর্বসাকুল্যে আড়াই দিন। স্বাগতিকদের দারুণ বোলিং-ব্যাটিং আর আগ্রাসী পরিকল্পনাতেই ভারত আরও একবার প্রমাণ করল কেন তারা টেস্টের নাম্বার ওয়ান টিম। কানপুরে টাইগারদের হারাল ৭ উইকেটের বড় ব্যবধানে।

এর আগে চেন্নাই টেস্টেও সফরকারীদের হারতে হয়েছিল ২৮০ রানের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী।

আরবি/এফআই

Link copied!