ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রোনালদোর বছর শুরু গোল দিয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১০:০৬ এএম

রোনালদোর বছর শুরু গোল দিয়ে

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুটাই হয়েছে দারুণভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রথম ম্যাচে আল নাসরের জয়ে অবদান রাখতে পেরেছেন পর্তুগিজ এই সুপারস্টার। ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে আল উখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর।

বৃহস্পতিবার রাতে আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমে গোলটি করেন আল উখদুদ। ম্যাচের ৫ মিনিটে স্বাগতিক দলের জালে বল ফেলেন উখদুদের স্যাভিয়ার গডউইন। ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। ২৯ মিনিটে সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানের গোলে ১-১ সমতায় ফেরে।

৪২ মিনিটে আল নাসরকে লিড (২-১) এনে দেন রোনালদো। রোনালদো গোলটি করেন পেনাল্টি থেকে। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। এতে ৩-১ তে এগিয়ে যায় আল নাসর।

এর আগে আল নাসরের সর্বশেষ ম্যাচটি ছিল গেল বছরের ৬ ডিসেম্বর। ওই ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছিল রোনালদোরা।

আরবি/এস

Link copied!