এবারের বিপিএলের শুরু থেকেই যেন রংপুর রাইডার্সকে থামাতে পারছে না কেউই। টানা সাত ম্যাচ জিতে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর। যেখানে ১৮৬ রানের লক্ষ্য দিয়ে খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করেছে নুরুল হাসান সোহানের দল। এদিন খুলনা ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৭৮ রান করেছে। এই জয়ে রংপুর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে উঠে এসেছে।
এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ৮ বলে ১৩ রান করা স্টিভেন টেলরকে আউট করেন আবু হায়দার রনি। এরপর ১১ বলে ৭ রান করা সাইফ হাসানকে ইয়র্কারে বোল্ড করেন হাসান মাহমুদ। ৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৯ রান তোলে রংপুর।
এরপর তৌফিক খান এবং পাকিস্তানি দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ গড়ে তোলেন একটি মারকুটে জুটি। ১৫ তম ওভারের প্রথম চার বলে নাসুম আহমেদকে চার ছক্কা হাঁকান খুশদিল। ২২ বলেই তিনি ফিফটি পূর্ণ করেন। শেষমেষ খুশদিল ৩৫ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন, যেখানে ৪টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা ছিল। আর ইফতিখার ৩৬ বলে ৪৩ রান করেন। এছাড়া খুলনার বোলার আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে খুলনা ভালো শুরু করলেও, শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে ১৭৮ রানেই থেমে যায়। নাঈমের ৫৮ রান এবং মেহেদি মিরাজের ৩৯ রান ছাড়া দলটির অন্য কোনো ব্যাটার বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।
আপনার মতামত লিখুন :