দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কদিন ধরেই হচ্ছিল।
সাকিব প্রসঙ্গে বুধবার গণমাধ্যমে কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছিলেন আসন্ন সিরিজে সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বোর্ড সভাপতি সাকিবের না থাকার আভাসই দিলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, খেলার জন্য যেমন মানসিক প্রস্তুতি থাকা দরকার, যেমন অনুশীলন করা দরকার, সাকিব এসবের মধ্যে ওইভাবে নেই। সুতারাং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি খুবই অনিশ্চিত। তবে সাকিবের ওই সিরিজে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
আপনার মতামত লিখুন :