ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আসন্ন বিপিএলে নতুন দলে সাকিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৮:২৩ পিএম

আসন্ন বিপিএলে নতুন দলে সাকিব

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর আগামী আসরে নতুন দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই দেশসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ অক্টোবর। সেই ড্রাফটে নাম ছিল সাকিবসহ অন্য দেশি খেলোয়াড়দের। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

ড্রাফটের আগে সাকিব ছাড়া আরও অনেককে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। এই তালিকায় দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিদেশিদের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলী পাকিস্তানি ওপেনার উসমান খান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।   

আরবি/এফআই

Link copied!