ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ হতাশাজনক খবর প্রকাশ করেছেন। তিনি এ ফলাফলকে ‘ভেরি শকিং’ বলে উল্লেখ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে।
সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিব আল হাসান নিষেধাজ্ঞার মুখোমুখি হন। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশি এই অলরাউন্ডার বোলিংয়ে নিষিদ্ধ হন। এরপর তিনি নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। ওই পরীক্ষাটি বার্মিংহামের ল্যাবে হয়েছিল, তবে সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি।
এ ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায়, সাকিব তার বোলিং পরীক্ষায় পাস করতে পারেননি। পরবর্তী পরীক্ষার তারিখ সম্পর্কে ওই সূত্র বিস্তারিত জানাতে পারেনি।
সাকিবের বোলিং পরীক্ষায় ব্যর্থতার পর শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা রয়েছে। যদি সাকিব তার বোলিং অ্যাকশন নিয়ে কোনো স্বীকৃতি না পান, তবে তাকে স্কোয়াডে নাও রাখা হতে পারে।
প্রধান নির্বাচক আরও জানান, সাকিবের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি। তিনি বলেন, “প্রথম পরীক্ষায় সাকিব উত্তীর্ণ হতে পারেননি, এটা সত্যিই বিস্ময়কর। তবে এখনো আমরা সাকিবের ব্যাপারে আশা ছাড়িনি।”
এদিকে, আগামী ১২ জানুয়ারি আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। তবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। পরবর্তী সময়ে স্কোয়াডে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি প্রয়োজন হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে খেলা হবে। তবে ভারতের আপত্তির কারণে তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :