ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সারেতে সাকিবের অভিষেক

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৪:৫২ পিএম

সারেতে সাকিবের অভিষেক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ইতিহাসগড়া টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। আর অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান প্রস্তুতি সারবেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে।

রোববার (৯ সেপ্টেম্বর) সারেতে অভিষেকও হয়ে গেলো সাকিবের। উৎসবমুখর পরিবেশে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থরা। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার।

টন্টনে টস জিততে পারেনি সাকিবের দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সমারসেট। চার দিনের এই ম্যাচে সাকিবদের দলে আর কারা খেলছেন, তা দেখে নেওয়া যাক-

ররি বার্নস (অধিনায়ক), ডম শিবলি, রায়ান প্যাটেল, বেন গেডস, বেন ফোকস, সাকিব আল হাসান, টম কারেন, জর্ডান ক্লাক, ক্যামেরন স্টিল, কেমার রোচ, ডেনিয়েল ওরেল।

টন্টনে আগেও খেলেছেন সাকিব। এই মাঠে তার রেকর্ডও ভালো। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাকিব।

কাউন্টি ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল আগেই। তবে সারের হয়ে এবারই প্রথম। এর আগে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। এসব ম্যাচে ৪১২ রানের পাশাপাশি সাকিবের নামের পাশে জলজল করছে ৪২টি উইকেট।

আরবি/এফআই

Link copied!