লঙ্কা টি-টেন লিগে গল মার্বেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো আয়োজিত এই টি-টেন লিগে মাত্র দুই দিন গড়িয়েছে। এর মধ্যেই দুঃসংবাদ পেয়েছে সাকিবের দল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গল মার্বেলসের মালিক প্রেম ঠাকুর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সাকিবের দল গল মার্বেলসের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। ম্যাচ মাঠে না গড়ানোর দিনে পাল্লেকেলেতে গ্রেপ্তার হয়েছেন সাকিবের দলের মালিক।
প্রেম ঠাকুরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের বরাত দিয়ে তারা লিখেছে, আজ শুক্রবার গ্রেপ্তার করা প্রেম ঠাকুরকে আদালতে তোলা হবে।
এনডিটিভি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, গল মার্বেলসের এক খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতেই প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ দেওয়া ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বলে জানিয়েছে এনডিটিভি।
গল মার্বেলসে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন দুজন – কেসরিক উইলিয়ামস ও আন্দ্রে ফ্লেচার। এঁদের মধ্যে এখন পর্যন্ত যে একটি ম্যাচে মাঠে নেমেছে গল মার্বেলস, সেটিতে একাদশে ছিলেন ফ্লেচার, উইলিয়ামস সুযোগ পাননি।
টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নেমে ক্যান্ডি বোল্টসকে ৭ উইকেটে হারিয়েছে গল মার্বেলস। আগে ব্যাট করে ক্যান্ডি নির্ধারিত দশ ওভারে ৫ উইকেটে ১০০ রান। সাকিব ১ ওভার বোলিং করে দিয়েছেন ৭ রান। জবাবে ৭.৪ ওভারেই লক্ষ্যটা পেরিয়ে যায় গল মার্বেলস। সাকিব ৮ বলে ১ চার ২ ছক্কায় ২০ রান করে অপরাজিত ছিলেন।
আপনার মতামত লিখুন :