ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা তাবিথ আউয়ালের

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০১:৩৩ পিএম

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা তাবিথ আউয়ালের

ফাইল ছবি

দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়াল। বুধবার (৬ নভেম্বর) বাফুফের কর্মচারীদের সঙ্গে পরিচিতিসভা শেষে এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২৬ অক্টোবর সভাপতি নির্বাচিত হয়েই তাবিথ আউয়াল এএফসি অ্যাওয়ার্ড নাইটে যোগ দিতে দক্ষিণ কোরিয়া চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে গতকাল সভাপতি হিসেবে প্রথম ফুটবল ফেডারেশনে তিনি পা রেখেছেন। আর এতে করে গতকাল একসঙ্গে পুরো কমিটি বাফুফেতে মিলিত হয়েছিল।

এসময় বাফুফের কর্মচারীদের সঙ্গে পরিচিতিসভা শেষে এক সদস্য জানান, দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন নতুন সভাপতি। গত বছর ফিফার নিষেধাজ্ঞা এবং সতর্কীকরণে মূলত বাফুফের বেতনভুক্ত কর্মীরা জড়িত ছিলেন। যদিও সভাশেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাবিথ বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেছেন, ‘আমরা অভ্যন্তরীণভাবে কী আলোচনা করি, এটি আমরা কখনোই প্রকাশ করব না। তবে এটি বলতে পারি, এখানে আমরা যাঁরাই আছি, তাঁরা প্রত্যেকেই জানি, ফিফা, এএফসির মান অনুযায়ী আমাদের নৈতিকতার বিষয়গুলো কী, আমাদের নীতি-মূল্যবোধ কী হবে এবং কী করলে আইনের ব্যতয় হতে পারে। আমি কখনোই চাইব না আমাদের কেউ সেই মানের নিচে নামুক বা কোনো আইন ভঙ্গ করুক।’

আরবি/এফআই

Link copied!