ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আক্ষেপের কথা বললেন তামিম

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৫:০১ পিএম

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে আক্ষেপের কথা বললেন তামিম

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার বিষয় আসলে শীর্ষের কাতারে থাকবে দুই নাম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একজন দেশসেরা অলরাউন্ডার; অন্যজন দেশসেরা ওপেনার।

লম্বা সময় ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে আসছেন তারা। জাতীয় দলের এই দুই সতীর্থের ক্রিকেটীয় সম্পর্কের বাহিরে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। তবে একটা সময় পর ফাটল ধরে সেই সম্পর্কে। যার জন্য বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে চর্চিত বিষয় সাকিব-তামিম দ্বন্দ্বের খবর। কেউ তামিম আবার কেউ সাকিব-ভক্তরাও ভাগ হয়ে গেছেন দুই দলে।

তবে তামিম ইকবালের মতে, তাদের সম্পর্কটা যদি এখনো ঠিকঠাক থাকত, তাহলে বাংলাদেশের ক্রিকেট আরও উপকৃত হতো।

চলমান বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য দিতে ভারত সফরে গেছেন তামিম। এসময় ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বলেছেন তামিম।

গণমাধ্যমটির সঙ্গে খোলামেলা আলোচনায় তামিম জানিয়েছেন, যেকোনো সম্পর্কে উত্থান-পতন থাকবেই। তবে, যখন দেশের বিষয় সামনে আসবে তখন পরিস্থিতি বদলে যায়।

সাবেক এই অধিনায়কের ভাষায়, ‘সম্পর্কে উত্থান-পতন থাকা স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কারণে যেন অন্য কারও ক্ষতি না হয়। আমরা দুজনই (সাকিবসহ) দেশের জন্য খেলেছি। কখনোই তাকে নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও আপত্তিকর কিছু বলিনি, তাকে দোষ দেইনি।’

সতীর্থ সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, সাকিব দেশের জন্য যা করেছে তা অবিশ্বাস্য। তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কিংবা খারাপ যেমনই থাকুক, তাকে এড়িয়ে যেতে পারবেন না। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’

তামিম এখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেননি। তার ফেরার আগেই সাকিব অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে। সাকিবের শেষ টেস্টে ছিলেন তার একসময়ের বেশ ভালো বন্ধু তামিম। কিন্তু মাঠের সতীর্থ হিসেবে নয়, তামিম ছিলেন ধারাভাষ্য কক্ষে। ক্রিকেটে না ফেরা দেশসেরা ওপেনার এখন আন্তর্জাতিক মঞ্চে ধারাভাষ্য দিচ্ছেন। চলমান বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ভারতে আছেন বাঁহাতি এই ব্যাটার।

আরবি/এফআই

Link copied!