টি-টোয়েন্টি ক্রিকেটে যেন কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না বাংলাদেশ। ভিন্ন ভিন্ন দলের সাথে একের পর এক সিরিজ হারের ঘটনা যেন টাইগার ক্রিকেটে একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
টেস্ট সিরিজ হারের পর গতকাল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। এই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রোববার (৬ অক্টোবর) দলটির বিপক্ষে ব্যাটিং উইকেটে শান্তদের সংগ্রহ মাত্র ১২৭। যেই লক্ষ্য কিনা মাত্র ১১.৫ ওভারে টপকে গেছে টিম ইন্ডিয়া। এমন হারের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। ব্যাটারদের সামর্থ্য নিয়ে।
কীভাবে ব্যাটিংয়ে উন্নতি আনা যায়, সেটা জানাতে গিয়ে নাজমুল বলেন, এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন বা কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়।
বাংলাদেশের অধিনায়ক বলেন, গত ১০ বছরে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা খুব একটা বদল হয়নি, আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।
আগামী ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :