বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করল বাঘিনীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:১০ পিএম

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করল বাঘিনীরা

ছবি: সংগৃহীত

আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় তারা।

এদিন টসে জিতে আয়ারল্যান্ড ব্যাট করে ১৯৩ রান তুলে। বাংলাদেশ দল ৫ উইকেটে সেই রান যখন টপকে গেল তখনো ম্যাচের ৩৮ বল বাকি।

ওপেনার ফারজানা হক ৮৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। দারুণ ফর্মে থাকা শারমিন সুপ্তা দ্বিতীয় ম্যাচেও রান পেলেন। করেন ৬৩ বলে ৪৩ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান। জ্যোতি এই রান করেন মাত্র ৩৯ বলে। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন শেষের দিকের ব্যাটিংয়ে ম্যাচের ফিনিসিং টানেন। স্বর্ণা আক্তার ২৯ বলে অপরাজিত ২৯ রান করে দলকে ৫ উইকেটের জয় দেন।

সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৪৫ রান। দ্বিতীয় ম্যাচ জিতলো ৫ উইকেটে। এই ব্যবধানই জানান দিচ্ছে দুই ম্যাচে আয়ারল্যান্ড নারী দল তেমন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমান করতে পারেনি। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে হবে ২ ডিসেম্বর।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৯৩। বাংলাদেশ ১৯৪/৫ (৪৩.৪ ওভারে, ফারজানা ৫০, সুপ্তা ৪৩, জ্যোতি ৪০, স্বর্ণা ২৯*। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। 

আরবি/এফআই

Link copied!