ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

টানা তিন জয়ে সিরিজ জিতল বাঘিনীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৬:১৮ পিএম

টানা তিন জয়ে সিরিজ জিতল বাঘিনীরা

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলার বাঘিনীরা। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচেও ১০৪ রানের বড় জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। 

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। স্বাগতিক বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। 

আগের দুই ম্যাচের দুটিতেই হেরেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে অবশ্য সিরিজ বাঁচানোর সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। জয়ের জন্য লক্ষটাও খুব একটা বড় ছিল না। তবে ব্যাটিং ব্যর্থতায় ৯৭ রানের লক্ষ্যটাও পেরোতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে তাদের ইনিংস। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।     

আরবি/এফআই

Link copied!