ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

পাকিস্তান, দ. আফ্রিকা ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পরিবর্তন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:১৫ পিএম

পাকিস্তান, দ. আফ্রিকা ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পরিবর্তন

ছবি: সংগৃহীত

প্রায় তিন দশকের অপেক্ষার পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো মেগা ইভেন্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে করাচির মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক দুর্দান্ত ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে, যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে এবার বদলে গেল এই সিরিজের ভেন্যু। মুলতানের পরিবর্তে এই সিরিজটি অনুষ্ঠিত হবে লাহোর ও করাচিতে।

জানা গেছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কার কাজ চলছিল। যার কারণে এই দুই মাঠে ছিল না কোনো ম্যাচ। ইতোমধ্যে পাকিস্তানে চলতি মৌসুমে অনুষ্ঠিত সাতটি টেস্টের মধ্যে একটিও হয়নি এই দুটি মাঠে। করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সরিয়ে নেওয়া হয়েছিল মুলতানে। এছাড়া চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টও মুলতানে অনুষ্ঠিত হবে।

তবে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো লাহোর ও করাচিতে আয়োজন করবে। নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাউন্ড রবিন পদ্ধতিতে সিরিজের ম্যাচগুলো ৮, ১০ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি, এবং তার ঠিক ৪ দিন পর শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

এছাড়া, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে একটি সেমিফাইনালও হবে এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইয়ে হবে।

আরবি/এফআই

Link copied!