ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের নিয়ে যা বললেন মাশরাফি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:৩১ পিএম

বন্যার্তদের নিয়ে যা বললেন মাশরাফি

ভারি বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অন্তত ১২টি জেলা। এসব অঞ্চলে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‍‍`ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ‍‍`র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।‍‍`

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সচেতনতা বৃদ্ধি করছেন অনেক বর্তমান ক্রিকেটাররাও। তাওহিদ হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে, তা কী যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।‍‍`

‍‍`ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।‍‍`-যোগ করেন তিনি।

শরীফুল ইসলাম লিখেছেন, ‘রাব্বানাকশিফ আন্নাল আজা–বা ইন্না-মুমিনুন।’ ‘হে আমাদের রব, আমাদের থেকে আজাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’

হে আল্লাহ, বন্যাকবলিত মানুষের প্রতি সহায় হোন, আমিন।’

আরবি/জেআই

Link copied!