ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

অবসরের পর কি করবেন মেসি?

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:৫৮ এএম

অবসরের পর কি করবেন মেসি?

ছবি: সংগৃহীত

ফুটবল জাদুকর লিওনেল মেসি বর্তমানে তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এমন পরিস্থিতিতে যে কোনো সাক্ষাৎকারে কিছু প্রশ্ন নিয়মিতই শুনতে হয় তাকে, তারই একটা হচ্ছে, অবসরের পর কী করবেন।

সম্প্রতি ‘৪৩৩’ ম্যাগাজিনে ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারেও সে প্রশ্নের মুখোমুখি হলেন মেসি। তবে তার জবাবে মেসি যা বললেন, তা ভক্তদের কিছুটা হলেও হতাশ করতে পারে।

অনেক ক্ষেত্রেই দেখা যায় খেলোয়াড়রা ক্যারিয়ার শেষে কোচিংয়ে আসেন। মেসি ক্যারিয়ার শেষে কোচিংয়ে আসবেন, অনেক ভক্তেরই ধারণা ছিল তা। তবে মেসি জানালেন উল্টো পরিকল্পনার কথা।

তিনি বললেন, ‘অবসর নেওয়ার পর আমি কী করতে চাই তা আমি জানি না। কোচ হতে চাই না। তবে সবকিছু এখনও পরিষ্কার নয়। আমি এমন একজন, যে প্রতিটি দিন ধরে ধরে বাঁচতে পছন্দ করি। তাই আপাতত আমি শুধু খেলার, প্রশিক্ষণের এবং মাঠে মজা করার কথাই ভাবছি।’

কোচ যদি নাই হন তাহলে কি ফুটবলে থাকবেন না মেসি? না, তার পরিকল্পনা একেবারে তেমনও নয়। তিনি বলেন, ‘ফুটবল সংক্রান্ত সব কিছুই আমি পছন্দ করি। আমি বাচ্চাদের সঙ্গে থাকতে, শেখাতে। হয়তো স্পোর্টিং ডিরেক্টর হতে পারি। তবে জানি না কোথায় যাব।’

আরবি/এফআই

Link copied!