আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ দলে জায়গা হয়নি সাকিব আল হাসান এবং লিটন দাসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। যদিও গতকাল শনিবার থেকেই তাদের বাদ পড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিশেষত সাকিব আল হাসানকে বাদ পড়ার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল, কারণ তিনি দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে পারেননি, এবং বিসিবি তা স্বীকার করেছে। আর সেই ধারাবাহিকতায় এবার সত্যিই স্কোয়াডে জায়গা হলোনা বাংলাদেশের জান প্রাণ খ্যাত সাকিবের।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সাকিবের বোলিং অ্যাকশন বৈধতার সমস্যা রয়েছে এবং তিনি সেই সমস্যা সমাধানের প্রক্রিয়ায় আছেন। দ্বিতীয় দফায় বোলিং পরীক্ষা নেগেটিভ হওয়ায় সাকিব শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলের অংশ হতে পারতেন। কিন্তু আমাদের টিম কম্বিনেশন তৈরি করার সময় তাকে কেবল ব্যাটসম্যান হিসেবে রাখা সম্ভব হয়নি।”
এর আগে, গত বছর ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয়। এরপর চেন্নাইয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা দেওয়ার পরও একই ফলাফল আসে, যার ফলে সাকিব এখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। তবে পরবর্তী পরীক্ষায় সফল হলে তার নিষেধাজ্ঞা উঠতে পারে।
এছাড়া, গত বছর সাকিব রাজনৈতিক কারণে কিছু সমস্যার সম্মুখীন হন এবং দেশে ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়। ফলে অক্টোবরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা পূর্ণ হয়নি। অক্টোবরের পর থেকে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। এছাড়া আসন্ন এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা ছিল সাকিবের, কিন্তু সার্বিক পরিস্থিতিতে সেই সুযোগটিও হাতছাড়া হলো।
আপনার মতামত লিখুন :