ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বজয়ী গ্রিয়েজমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:৫৫ পিএম

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বজয়ী গ্রিয়েজমান

ছবি: সংগৃহীত

ফ্রান্সের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার আঁতোয়ান গ্রিয়েজমান। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে অবসরের ঘোষণা দেন তিনি।

৩৩ বছর বয়সী গ্রিয়েজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল করেন। তার বড় অর্জন ফ্রান্সের হয়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়। এ ছাড়া ২০২১ সালে জেতেন উয়েফা ন্যাশন লীগ।

দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক থেকে তৃতীয় স্থানে আছেন গ্রিয়েজমান। তার থেকে বেশি ম্যাচ খেলেছেন হোগো লরিস (১৪৫) ও লিলিয়াম থুরাম (১৪২)। সর্বোচ্চ গোলের দিক থেকেও তার আগে শুধু অলভিয়ের জিরু, থিয়েরি হেনরি ও কিলিয়ান এমবাপ্পে।

অবসর নিয়ে গ্রিয়েজমান বলেন, “অনেক স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি। দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে।”

ফ্রান্সের অনুর্ধ-১৯, ২০, ও ২১ খেলা গ্রিজম্যানের সিনিয়র দলে অভিষেক হয় ২০১৪ সালে। নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৬৮ মিনিট খেলেছিলেন তিনি। 

আরবি/এফআই

Link copied!