ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০১:১৬ পিএম

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

ছবি সংগৃহীত

ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমারের ফেরা এখনও নিশ্চিত নয়। তার ফেরার অপেক্ষাতে থেকেই আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ডাক পড়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লির। আক্রমণে বিকল্প হিসেবে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও এন্দ্রিকও।

নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘আমরা খুব ভালো করে জানি, সে কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য এখন অপেক্ষা করছি। আমাদের আসলে ধৈর্য ধরতে হবে। অক্টোবর, নভেম্বর কিংবা জানুয়ারিতে সে না ফিরলেও ব্যাপার না। তবে তাকে আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ সুস্থ হতে হবে।’  

বাছাইয়ে ঠিক ব্রাজিলের মতো অবস্থা নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সর্বশেষ ৫ ম্যাচে চারটিতেই হেরেছে। ৮ ম্যাচে তাদের অর্জন ১০। এখন অবস্থান পাঁচ নম্বরে। প্লে-অফ স্পটে থাকা প্যারাগুয়ের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের।

সান্তিয়াগোতে সেলেসাওরা অক্টোবরের ১০ তারিখ মুখোমুখি হবে চিলির। পাঁচ দিন ঘরের মাঠ ব্রাসিলিয়ায় প্রতিপক্ষ পেরু।  

স্কোয়াড: 
গোলকিপার: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: দানিলো, এবনার, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনহোস।
মিডফিল্ডার:  আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এনদ্রিক, লুইস হেনরিক, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা। 
 

আরবি/এস

Link copied!