আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ট্রফি বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজারে প্রদর্শিত হলো। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য এই ট্রফি উন্মুক্ত রাখা হয়।
বিশ্বকাপের পর ওয়ানডের সবচেয়ে বড় মেগা ইভেন্ট হিসেবে পরিচিত এই শিরোপা দেখতে সৈকতে জনতার ঢল নামে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ট্রফিটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র ‘উর্মি’র সামনে একটি বিশেষ মঞ্চে রাখা হয়। সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং শীতল বাতাসের সঙ্গে মিলিয়ে এই আয়োজন ছিল বেশ উপভোগ্য।
অনেক দর্শনার্থী ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেই মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রেখেছেন। আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনী কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাঁচ দিনের জন্য বাংলাদেশে এসেছে। কক্সবাজারে এই আয়োজনের পর এটি দেশের আরও কিছু নির্ধারিত স্থানে প্রদর্শিত হবে। এই আয়োজনে পর্যটক ও ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণ প্রমাণ করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত।
আপনার মতামত লিখুন :