ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ক্রিকেট থেকে দূরে থাকো, টেকনিক নিয়ে কাজ করো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:২১ এএম

ক্রিকেট থেকে দূরে থাকো, টেকনিক নিয়ে কাজ করো

ছবি: ইন্টারনেট

ভারত-অস্ট্রেলিয়া আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন গতিময় বোলার ব্রেট লি ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে পরামর্শ দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, রোহিত ও কোহলির উচিত ক্রিকেট থেকে কিছুটা বিরতি নিয়ে তাদের টেকনিক নিয়ে কাজ করা, যাতে তারা পুনরায় সতেজ হয়ে মাঠে ফিরতে পারে। ব্রেট লির মতে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলাররা রোহিতকে নতুন বলে আক্রমণ করবে, তাই তাদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

ব্রেট লি অবশ্য এ দুই তারকাকে ছোট করে দেখতে চান না, বরং তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রতিক সিরিজে রোহিত ও কোহলির রান সংগ্রহ তাদের মানের সঙ্গে বেমানান। গত টেস্ট সিরিজে তাদের ব্যাটিং গড় যথাক্রমে ১৫.১৭ ও ১৫.৫০, যা তাদের সেরা ফর্ম থেকে অনেক দূরে।

এই পরিস্থিতিতে, ভারতীয় ক্রিকেট ভক্তরা এবং ক্রিকেট বিশেষজ্ঞরা অপেক্ষা করছেন যে, কোহলি ও রোহিত কীভাবে নিজেদের প্রস্তুতি নেবেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ সিরিজে কেমন পারফর্ম করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!