ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

তাবিথের সঙ্গে হামজার সাক্ষাৎ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০৫:৩৮ পিএম

তাবিথের সঙ্গে হামজার সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

আগামী মার্চে ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে খেলার কথা রয়েছে বাংলাদেশি প্রবাসী ইংলিশ লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীর। 

এরই মধ্যে ইংল্যান্ডে এই তারকা ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের। বিএনপিএর চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ইংল্যান্ডে অবস্থান করছেন তাবিথ আউয়াল। 

সেখানেই বাংলাদেশের ফুটবলের প্রধানের সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেন হামজা চৌধুরী। গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে গেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টারের এই ফুটবলার বাংলাদেশের লাল-সবুজ জার্সি পরে প্রথম ম্যাচ কবে খেলবেন, এখন প্রশ্ন সেটিই।

বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে। ম্যাচটিতে হামজা খেলবেন কি না, বাফুফের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে খেলার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। এই সম্ভাবনা আরও বেড়েছে বাফুফে সভাপতির সঙ্গে হামজার সাক্ষাতে। 

বুধবার রাতে লেস্টারে হামজা চৌধুরীর মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচটি দেখেন তাবিথ। 

ম্যাচটিতে মাঠে নামা হয়নি হামজার। ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন বলে জানান হামজা। 

তবে হামজা এশিয়ান কাপের ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে কি না, সেটা বাফুফের পক্ষ থেকে বলা হবে। আমি এ ব্যাপারে মুখপাত্র নই। তবে এতটুকু বলতে পারি, হামজা প্রথম ম্যাচ খেলতে ব্যাকুল হয়ে আছে।’ 

রূপালী বাংলাদেশ

Link copied!