বিজয় দিবস হকি টুর্নামেন্টে বাংলাদেশ বিমানবাহিনী তাদের প্রথম শিরোপা জিতেছে, ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ম্যাচের শুরুতে দ্রুত গোল করে বিমানবাহিনী এগিয়ে যায়। ম্যাচের চতুর্থ মিনিটেই রাকিবুল বিমানবাহিনীকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর সপ্তম মিনিটে কৃষ্ণ কুমারের রিভার্স হিটে বিমানবাহিনীর ব্যবধান বাড়ে ২-০। তবে নৌবাহিনী হাল ছাড়েনি এবং ১৭ মিনিটে আশরাফুলের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে। এরপর সামিনের গোলে বিমানবাহিনী আবারও এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
নৌবাহিনী ম্যাচে ফিরে আসে কৌশিক ও শিতুলের পরপর দুই গোলে, যার ফলে স্কোর সমতায় ফেরে ৩-৩। তবে বিমানবাহিনী চাপ অব্যাহত রাখে এবং ৪৯ ও ৫৭ মিনিটে রাকিবুল হাসানের দুই গোলে আবারও এগিয়ে যায় ৫-৩ ব্যবধানে। ম্যাচের শেষ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে নৌবাহিনী ব্যবধান কমিয়ে ৫-৪ করে, কিন্তু পরাজয় এড়াতে পারেনি।
যদিও নৌবাহিনী দলে জাতীয় দলের ৯ খেলোয়াড় ছিলেন, তবুও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিমানবাহিনীর সোহানুর রহমান। এই জয়ের মাধ্যমে বিমানবাহিনী তাদের প্রথম বিজয় দিবস হকি টুর্নামেন্ট শিরোপা জিতে নেয়।
আপনার মতামত লিখুন :