পাকিস্তান সফরে ব্যাটিং ও বোলিংয়ে সেরা পারফরম্যান্স শো করেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানকে ধবলধোলাই করার ক্ষেত্রে এই অফ স্পিনিং অলরাউন্ডার সামনে থেকে পারফরম্যান্স করেছেন। এবার ভারত সিরিজের আগে মিরাজ বললেন, বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান তিনি। মিরপুর শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই ক্রিকেটার। এ সময় তিনি জানান, এবার ভারত সিরিজেও ভালো কিছু করতে পারে বাংলাদেশ।
নিচের দিকে অর্থাৎ নম্বরে ব্যাটিংয়ে নেমে যে কীর্তি গড়েছেন মিরাজ, তা বিশ্ব ক্রিকেটে ইতিহাস হয়ে গেছে। তবে নিচের দিকে নয়, উপরের দিকের ব্যাটসম্যান হতে চান তিনি। এ প্রসঙ্গে মিরাজ জানালেন, ‘আমি আট নম্বর ব্যাটসম্যান হতে চাই না। আট নম্বরে ব্যাটিং করা অনেক চাপের। টিমের অনেক পরিস্থিতি এই রকম থাকে, টিম ভালো করেছে, তারপরও আমার আট নম্বরে নামতে হয়। আবার এমন পরিস্থিতি হয়, যে ব্যাটসম্যানরা সবাই হতাশ হয়েছে, তখন আমাকে চাপের মধ্যে ব্যাটিং করতে হয়। জিনিসটা এই কারণে আমি বলেছিলাম।’
পাকিস্তান সিরিজে দলের জন্য ভালো খেলার চেষ্টা করতে গিয়েই সিরিজের সেরা পারফর্মার হন মিরাজ। সামনে ভারত সিরিজে তার প্রত্যাশা থাকবে আরো ভালো করার। তবে চাপ নিয়ে নয়, স্বাভাবিক খেলাটা খেলতে চান এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘একটা টিমে যখন অলরাউন্ডার থাকে, দলের জন্য অনেক সুবিধা হয়। যেহেতু সাকিব ভাই ও আমি দুজনেই খেলছি, টিমে দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব করছি। সাকিব ভাইও ব্যাটিং করছে, বোলিং করছে। আমিও ব্যাটিং করছি, বোলিং করছি। এক পর্যায়ে সবাইকে অবসর নিতে হয়, ক্রিকেট ছেড়ে দিতে হয়। বিশ্ব ক্রিকেটের প্রতিটি দলেই এই রকম রিপ্লেসমেন্ট আছে। আমার কাছে মনে হয়, সাকিব ভাই যখন থাকবেন না, তখন হয়তো আমার দায়িত্ব আরো বেশি থাকবে দলের জন্য।’
আগে শুধু বোলার হিসেবে খেলেছেন। এখন ব্যাটিংও ভালো করার চেষ্টা করছেন মিরাজ। তিনি বলেন, ‘এখন আমি অবদান রাখতে পারছি বলে ভালো লাগছে। প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। এটা এক-দুই বছরে সম্ভব না। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। যেভাবে চলছে, এটা যদি দীর্ঘ সময় ধরে চলে, তাহলে একদিন অলরাউন্ডার হতে পারব।’
পাকিস্তানে পাওয়া সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে ভারত সফরেও ভালো করতে চাইবে বাংলাদেশ। ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ ভারতীয়রা। মিরাজ বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’ মিরাজ আরো বলেন, ‘টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার- সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে...। সেখানে আমরা আগে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয়, সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি, সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি, তাহলে ভালো ফল আসবে।’
ভারত সিরিজে স্বাভাবিক ভাবেই প্রত্যাশা বেশি থাকবে সবার। সেরা ছন্দে রয়েছে দল। মিরাজ বলেন, ‘আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারব। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।’ মিরাজ মনে করে, দলে এখন প্রতি ঘণ্টায় ১৫০ এর বেশি কিলোমিটার গতিতে বল করার ফাস্ট বোলার আছে। তা দলকে বাড়তি শক্তি জোগাবে। এছাড়া স্পিন কোচ মুশতাক আহমেদ বোলারদের নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, দল সেই ফল ভোগ করছে।
আপনার মতামত লিখুন :