ইলন মাস্কের লিভারপুল ফুটবল ক্লাব কেনার আগ্রহের খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। তার বাবা, ইরল মাস্ক, টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে ইলন লিভারপুলের মালিকানা পেলে খুশি হবেন। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, এর মানে এই নয় যে ইলন মাস্ক লিভারপুল কিনছেনই; তিনি শুধু বলছেন যে, কিনতে পারলে খুশি হবেন।
বর্তমানে লিভারপুলের মূল্য প্রায় ৪.৩ বিলিয়ন পাউন্ড, যা ইলন মাস্কের মোট সম্পদের মাত্র এক শতাংশ। দ্য গার্ডিয়ানের এক সাম্প্রতিক প্রতিবেদনে তার সম্পদের পরিমাণ আনুমানিক ৩৪৩ বিলিয়ন পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।
তবে লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ক্লাবটি বিক্রির কোনো ইঙ্গিত দেয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ইলন মাস্ক লিভারপুলের মালিকপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ করেননি, এবং ক্লাব বিক্রির ব্যাপারে লিভারপুল কর্তৃপক্ষের কোনো আগ্রহ নেই।
এদিকে, লিভারপুল ফুটবল ক্লাব বর্তমানে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে এগিয়ে রয়েছে এবং ক্যারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মুখোমুখি হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আলোচনা হয়নি।
আপনার মতামত লিখুন :