ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:০১ এএম

৩৮তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: আইএসপিআর

‘৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ (বিএজিসি)-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১১ জানুয়ারি ২০২৫) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ মোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। পুরুষ এককে নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া চ্যাম্পিয়ন, বাংলাদেশের শফিকুল ইসলাম রানার-আপ এবং সৈনিক সাহাব উদ্দিন তৃতীয় স্থান অর্জন করেন। মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার চ্যাম্পিয়ন এবং সৈনিক জাকিয়া সুলতানা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার এবং সৈনিক জাকিয়া সুলতানার সমন্বয়ে গঠিত ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম এবং জিন সুক উনের সমন্বয়ে গঠিত দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!