বিয়ে করলেন ইয়াসমিন লাবণ্য
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১০:০৮ এএম
বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। তার জীবন চলার পথে দীর্ঘদিনের পরিচিত পরবর্তী একটা সময় প্রণয়ে সম্পৃক্ত হওয়া ইঞ্জিনিয়ার মহি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসে ইয়াসমিন লাবণ্য ও মহি খানের কাবিন সম্পন্ন হয়।লাবণ্য জানান, মহির সঙ্গে তার পরিচয় ১০ বছর। একসঙ্গে পথ...