জয় দিয়ে শেষ বাংলাদেশের নেপাল সফর
এপ্রিল ২৫, ২০২৫, ০৭:০৯ পিএম
প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার শেষটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। পাঁচ ম্যাচের সিরিজ হারলেও শেষটায় জয় দিয়ে আনন্দে রাঙাল শ্রাবনী-বৃষ্টিরা।
শুক্রবার (২৫ এপ্রিল) লোলিতপুরের সাতদোবাতোয় সিরিজের পঞ্চম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ২৮-২৩ ব্যবধানে জিতেছে শাহনাজ পারভীন মালেকার দল।
[45628]
যদিও আগেই তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে।...