বিনামূল্যে গুগলের ‘জেমিনি কোড অ্যাসিস্ট’
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম
‘জেমিনি কোড অ্যাসিস্ট’ নামে বিনামূল্যের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক টুলস উন্মোচন করল মার্কিন টেকজায়ান্ট গুগল। এই টুলটি একক ব্যক্তি হিসেবে কোডাররা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটিকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যাবে না। জেমিনি কোড অ্যাসিস্ট ‘গিটহাব’ এর সঙ্গে যুক্ত থাকবে ফলে কোড এ কোনো ‘বাগ’ আছে কিনা, সেটিও স্বয়ংক্রিয়ভাবে জানা...