জোভান-পায়েলকে নিয়ে কিঙ্কর আহসানের ঈদের নাটক
মার্চ ১১, ২০২৫, ০৩:০৭ পিএম
কিঙ্কর আহসান মূলত লেখক। বেশ জনপ্রিয়, যার প্রমাণ মিলেছে গত বইমেলায় তাকে ঘিরে পাঠক ও ভক্তদের ভিড়ে। কিঙ্কর ভক্তদের জন্য সুখবর, এবারের ঈদে এই লেখক হাজির হচ্ছেন নায়ক হিসেবে!তবে সিনেমা নয়, নাটকে। সদ্য নির্মিত ঈদের বিশেষ এই নাটকের নাম ‘তুমি যাকে ভালোবাসো’। বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। কিঙ্করের গল্পে চিত্রনাট্য তৈরি...