সাগর দেওয়ানের ‘প্রেম সাগর’
মার্চ ১৫, ২০২৫, ০২:৫২ পিএম
সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ। সুর আর গায়কি ঢংয়ে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই। তার বয়সের যে ফ্রেম, তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। গানে...