হোয়াটস অ্যাপের ভয়েস মেসেজ এখন পড়াও যাবে
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১১:১০ এএম
তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম হোয়াটস অ্যাপে পাঠানো ভয়েস মেসেজ এখন পড়তে পারবেন বার্তা গ্রহণকারী। অর্থ্যাৎ বার্তা প্রেরণকারী যদি কোন ভয়েস মেসেজ দেন, তাহলে সেই ভয়েস বার্তা লিখিত আকারেও পাবেন বার্তা গ্রহণকারী। এজন্য বার্তা গ্রহণকারীর স্মার্টফোনে হোয়াটস অ্যাপ অ্যাপ্লিকেশনে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ অপশন চালু থাকতে হবে। আপাতত এই সুবিধা শুধু স্মার্টফোনের...