সাত বছর পরও তার চোখের ইশারায় ‘কাবু’ বিশ্ব
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:০৯ পিএম
২০১৮ সালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, যেখানে মাত্র কয়েক সেকেন্ডের একটি চোখের ইশারা এবং হাসির অভিব্যক্তি নিয়ে বিশ্বকে মাতিয়ে দেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। মালয়ালম সিনেমা ‘ওরু আদার লাভ’ এর একটি গানের দৃশ্যে প্রিয়ার সেই চোখের ইশারা ছিল যেন একটি ম্যাজিক। এই মুহূর্তেই রাতারাতি তিনি হয়ে যান ইন্টারনেট সেনসেশন...