রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’ আটকাল বাজেটে
এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৩৫ পিএম
নির্মাতা সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বড় কিছু, রঙিন কিছু, চোখ ধাঁধানো কিছু। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আলিয়া ভাট, আর সতেরো বছর পর রণবীর কাপুরকে ফের বড় পর্দায় নিয়ে আসছেন তিনি। সঙ্গে আছেন ভিকি কৌশলও।
তিন তারকাকে এক ফ্রেমে এনে বনশালি তৈরি করছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’।
প্রথমে ঘোষণা হয়েছিল ছবিটি মুক্তি পাবে ২০২৫...