দখলের কারণে মাঠের সংকট
এপ্রিল ২৫, ২০২৫, ১১:২৮ পিএম
আইমান সাদিক। বয়স ৯। ব্যাগে ফুটবল, মনে ইচ্ছা। কিন্তু সমস্যা একটাই মাঠ নেই। সিলেট মহানগরীতে শিশুদের জন্য উন্মুক্ত ও নিরাপদ খেলার জায়গা ক্রমেই কমে আসছে। একসময় বিকেল হলেই ছোট ছোট পা ছুটে যেত মাঠের দিকে বল নিয়ে, সাইকেল নিয়ে। তখন মহানগরীর অলিগলিতে, স্কুলের পাশে, বাসার সামনে এমন ছোট ছোট খেলার...