ফের বলিউডে স্বস্তিকা
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:৫১ পিএম
দুই দশকের ক্যারিয়ারে নানা দর্শক নন্দিত কাজ উপহার দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের পাশাপাশি তিনি বলিউডেও বেশ ব্যস্ত। কলকাতা টু মুম্বাই দৌড় লেগেই থাকে তার। আরও একবার তাকে দেখা যাবে বলিউড সিনেমাতে।সিনেমার নাম ‘গান্ধারী’। দেবাশিস মাখিজা পরিচালিত এই সিনেমাতে স্বস্তিকার সঙ্গে থাকবেন তাপসী পান্নুও। এ ছাড়াও থাকছেন ‘পাতাললোক’ খ্যাত ইশওয়াক সিং।...