ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

কম খরচে বিদেশ ভ্রমণের তালিকায় যেসব দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:১৫ এএম

কম খরচে বিদেশ ভ্রমণের তালিকায় যেসব দেশ

ছবি: ইন্টারনেট

ঘুরতে কার না ভালো লাগে, আর তা যদি হয় দেশের বাইরে তবে তো কথাই নেই। তবে খরচের কথা বিবেচনা করে অণেকেরই ইচ্ছে থাকলেও বিদেশে ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তাই বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখার আগেই পকেটে রাখতে হচ্ছে লাখ টাকা! আপনি যদি ভ্রমণ করতে ভালোবাসেন, আর পকেটে আছে লাখ টাকা; তাহলে ঘুরে আসতে পারেন নয়নাভিরাম কয়েকটি দেশ থেকে-

ভারত
কম খরচে ভ্রমণ করার ইচ্ছা পোষণ হলেই সর্ব প্রথমেই স্থান পাবে ভারত । বাংলাদেশের প্রতিবেশী বা পার্শ্ববর্তী দেশ হওয়াতে এখানে যেতে পারবেন আপনি অতি সহজেই।

পাসপোর্ট আর ভিসা রেডি থাকলে , জনপ্রতি মাত্র ৫০ হাজার টাকা দিয়ে ভ্রমণ করে আসতে পারেন ইন্ডিয়ার কয়েকটি শহর। তবে অবশ্যই সেটা বাই রুটে হতে হবে। ৫/৬ জনের গ্রুপ করে গেলে খরচ অনেকটাই কমে আসবে , কিন্তু একক ভ্রমণে খরচ একটু বেশি হবে। 

দার্জিলিং, গ্যাংটক, নর্থ সিকিম লাচুং ও জিরো পয়েন্ট থেকে ঘুরে আসতে পারবেন এই খরচে। দার্জিলিং এ রয়েছে অপরূপ প্রাকৃতিক সুন্দর্য, তাছাড়া দার্জিলিংকে বলা হয় পাহাড়ের শহর । আকাবাকা পাহাড়ি রাস্তায় যাওয়ার পথে, এর অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিবে আপনার । তাছাড়া লাচুং জিরো পয়েন্টে পাবেন সুইজারল্যান্ড এর বরফি এক অনুভূতি। উপভোগ করতে পারবেন স্নো ফল এর অপরূপ সৌন্দর্য। এছাড়াও এক্সপিরিয়েন্স করতে পারবেন অসহনীয় ঠান্ডা ।

এছাড়াও শুধু মাত্র ইন্ডিয়ার কলকাতায় ঘুরে আসতে পারবেন এর চেয়েও কম খরচে। তাছাড়া শিমলা , মানালি, কুল্লু ও কাশ্মীর ও উপভোগ করে আসতে পারেন এই একই খরচে, সেক্ষেত্রে কোন কোন শহর গুলো ঘুরবেন সেটা আগে থেকেই একটা প্ল্যান করে নিবেন । 

কাশ্মীর হচ্ছে পৃথিবীতে এক টুকরো স্বর্গ । এর প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিয়ে যাবে আপনার মন ও চোখকে করবে শীতল। সব মিলিয়ে আপনি আপনার পছন্দের শহরগুলো প্ল্যান করে ঘুরে আসতে পারেন একদমই কম বাজেটের মধ্যে।


ভিয়েতনাম

ভিয়েতনাম প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন মঠে পরিপূর্ণ একটি সুন্দর দেশ। দেশটির চা সংস্কৃতি অনেক সমৃদ্ধ। পকেটে ৮০ হাজার থেকে লাখখানেক টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারবেন সুন্দর এই দেশ থেকে।

 

থাইল্যান্ড

এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড। প্রাচীন মন্দির, সুন্দর দ্বীপ, সৈকতসহ নজরকাড়া সব রিসোর্ট থাইল্যান্ডের আকর্ষণ আরও বাড়িয়েছে। এ দেশে ঘুরতে যাওয়ার জন্য অনেক পর্যটকরাই মুখিয়ে থাকেন। একই সঙ্গে থাইল্যান্ডের জুতা, ব্যাগ, কসমেটিক্সসহ জুয়েলারিরও কদর রয়েছে পর্যটকদের কাছে।

 

ইন্দোনেশিয়া

লাখ টাকার বাজেট নিয়ে আপনি ভালোভাবে ঘুরে আসতে পারবেন ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেখানকার বালি সমুদ্রসৈকত বিশ্বের সেরা সমুদ্রসৈকতগুলোর মধ্যে একটি। এটি এমন এক দেশ যেখানে একই সঙ্গে পাহাড়ের পাশাপাশি সমুদ্র উপভোগ করা যায়।

 

সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুর। সঠিকভাবে পরিকল্পনা করা হলে এ দেশেও খুব সহজে ভ্রমণ করতে পারেন কম বাজেটের মধ্যেই। সুন্দর রাস্তাঘাট, জনপ্রিয় সব স্থাপত্য, খাবারের দোকান দিয়ে পরিপূর্ণ সিঙ্গাপুর। প্রকৃতিপ্রেমী ও ভোজন রসিকদের জন্য আদর্শ এক স্থান সিঙ্গাপুর।

 

শ্রীলঙ্কা

লাখ টাকা বাজেটে  সহজেই যে  কেউ শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন। গ্রীষ্মমণ্ডলীয় আড়ম্বরপূর্ণ এ দেশে বাসস্থান, খাবার ও পরিবহনও বেশ সস্তা। তাই বাজেটের মধ্যে খুব সহজেই ঘুরে আসতে পারেন শ্রীলঙ্কা। যদি আরেকটু পরিকল্পনামাফিক চিন্তা করেন, এর সঙ্গে মালদ্বীপও যোগ করতে পারেন।

রূপালী বাংলাদেশ

Link copied!