শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:০৪ পিএম

থার্মোমিটারের পারদ ৪১ ডিগ্রিতে, গরমে জনজীবন হাঁসফাঁস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:০৪ পিএম

থার্মোমিটারের পারদ ৪১ ডিগ্রিতে, গরমে জনজীবন হাঁসফাঁস

যশোরসহ দেশের বিভিন্ন জেলায় তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এতে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে দেখা দিয়েছে হাঁসফাঁস অবস্থা- ছবি: সংগৃহীত

থার্মোমিটারের পারদ ক্রমেই উপরে উঠছে। তাপমাত্রা বেড়ে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ।

তবে এই তাপমাত্রা আগামীকাল শনিবারও কমার কোন সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।

যদিও আগামী রোববার তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

যা আরো বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বিগত কয়েকদিন ধরেই যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের সব জেলায় মৃদু দাবদাহ বয়ে যাচ্ছিল।

তবে আজ শুক্রবার (২৮ মার্চ)  যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত মাঝারি এবং ৪০ এর উপরে উপরে উঠলে সেটিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করেন।

সে অনুযায়ী এই মার্চ মাসেই  যশোর তথা দেশে তীব্র তাপপ্রবাহ পৌঁছে গেল।

 

যশোর ছাড়াও ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী এবং খুলনা বিভাগের ৭ জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিসের তথ্য বলছে।

এই মার্চ মাসেই তীব্র দাবদাহের কারণে প্রচন্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যশোরের সব শ্রেণি-পেশার মানুষ।

যশোর ছাড়াও রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের মানুষদের প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা।

বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা মানুষের গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালকেরা।

দুপুরে তীব্র গরমে সড়কগুলোতে লোকজনের উপস্থিতিও কমে গেছে।

তারপরও প্রয়োজনের তাগিদে বের হচ্ছে শ্রমজীবী মানুষদের।

শুক্রবার (২৮ মার্চ) আবহাওয়া অফিসের পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের (আট জেলা) ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে রোববার সন্ধ্যা থেকে সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরবি/ফিজ

Link copied!