ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৮:৫০ এএম
প্রতীকী ছবি

সাগরে লঘুচাপের প্রভাবে গত দু’দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে  স্বস্তির বৃষ্টি ঝরেছে। এর ফলে চৈত্রের শেষদিকে এসে তাপপ্রবাহ কিছুটা কমেছে।  তবে এমন পরিস্থিতিতে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

এদিকে, সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।