হাদিস শরীফ ইসলামি আইন ও বিধান তৈরি করার ক্ষেত্রে পবিত্র কুরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত।
হাদিস ইসলামিক ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর কথা, কর্ম, অনুমোদন এবং শর্তাবলী সম্পর্কে বর্ণনা করে। চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ হাদিস-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
১। যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি।
-সহিহ বুখারি: ৬৪৭৪
২। সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়।
-সহিহ মুসলিম: ২৬০৭
৩। নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের দিকে করে, আর পুণ্য জান্নাতের দিকে করে।
-সহিহ মুসলিম: ২৬০৭)
৪। সর্বোত্তম মানুষ হলো সে, যে মানুষের উপকার করে।
-মুআত্তা মালিক: ১৭৭৬
৫। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
-বুখারি: ৬০১৮