রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী ও এসএসসি পরীক্ষার্থীরা। বৃষ্টি এমন সময় শুরু হয়, যখন কর্মজীবীরা অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এবং শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ এই বৃষ্টিতে অনেকেই রাস্তায় আটকে পড়েন, দেখা দেয় যানবাহনের সংকট।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকায় শুরু হয় টানা বৃষ্টি। টিকাটুলি, মতিঝিল, মানিকনগর, যাত্রাবাড়ি, গোপীবাগসহ বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমে নামে ঝুম বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বিদ্যুতের ঝলকানি। রাস্তায় রিকশা ও যানবাহনের সংকটে দুর্ভোগ আরও বেড়ে যায়।
গোপীবাগে নীড় শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলেন এক ব্যাংক কর্মকর্তা, হাসিবুর রহমান। তিনি বলেন, ‘এমন সময়ে বৃষ্টি নেমেছে যে, কোনো দিকেই যেতে পারছি না। না পারছি অফিসে যেতে, না পারছি বাসায় ফিরতে। রাস্তায় কোনো রিকশাও নেই।’
একই স্থানে দাঁড়িয়ে ছিলেন এসএসসি পরীক্ষার্থী মেহজাবিন। তার মা জানান, ‘কামরুন্নাহার বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র। কাছেই, তাই নয়টার দিকে বের হয়েছিলাম। এখন দেখি, দশটায়ও পৌঁছাতে পারবো না।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি গ্রীষ্মকালীন স্বাভাবিক বৃষ্টিপাত। শুধু ঢাকায় নয়, এমন আবহাওয়ার প্রভাব রয়েছে সারাদেশেই। এই বৃষ্টির ফলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আপনার মতামত লিখুন :